Scholarship Facility

Eimply dummy text printing ypese tting industry.

Books & Liberary

Eimply dummy text printing ypese tting industry.

Certified Teachers

Eimply dummy text printing ypese tting industry.

WELCOME TO  Promise Residential Model School

শুধুমাত্র "মুখস্থ ও সার্টিফিকেট নির্ভর" শিক্ষা দিচ্ছে আমাদের কতকগুলো GPA-5 ও first class রেজাল্ট। কিন্তু তা দিয়ে অনেকক্ষেত্রেই হচ্ছে না আমাদের স্বপ্ন পূরণ কিংবা প্রত্যাশার বাস্তবায়ন। তাই স্বপ্ন পূরণ ও প্রত্যাশার বাস্তবায়নে আমরা নেমেছি জাতীয় শিক্ষানীতির আলোকে এবং আন্তর্জাতিক মান অর্জনের লক্ষ্যে আমাদের প্রতিটি শিক্ষার্থী হবে সুস্থ্য ও সাহসী, সৃষ্টিশীল ও আত্মপ্রত্যয়ী, যুগোপযোগী ও মুল্যবোধ সম্পন্ন এবং সৎ ও দক্ষ নিরাপদ মানব সম্পদ।
 

 


স্কুলের সংক্ষিপ্ত পরিচিতি

অবস্থানঃ প্রমিজ রেসিডেনসিয়াল মডেল স্কুলটি সাভার থানাধীন শাহীবাগ মাতৃবাগান মজিদ সংলগ্ন, চাপাইন রোডে অবস্থিত।

প্রতিষ্ঠাকালঃ

* ইবতেদায়ী (প্রাথমিক)  ০১ জানুয়ারি ২০২১ ইং

* সভাপতিঃ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি  ০০০০০  তিনি বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সাধনের লক্ষ্যে একদল  সৎ, যোগ্য, দেশ প্রেমিক, দক্ষ জনশক্তি ও সু-নাগরিক গড়ে তোলা।
 

স্কুলের অধ্যক্ষের সংক্ষিপ্ত পরিচিতি 

মোহাম্মাদ আসাদুল ইসলাম

শিক্ষাগত যোগ্যতাঃ

বি. এ. অনার্স, প্রথম শ্রেনিতে প্রথম (ইস স্টাডিজ 

বিশেষ অর্জনঃ

(১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়  আয়জিত জাতীয় শিক্ষা সপ্তাহে ২০১৬-২০১৯ খ্রিঃ ৩য় বারের মত ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত ।

(২) শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “স্বাধীনতা সংসদ অ্যাওয়ার্ড-২০১৭” অর্জন।

(৩)শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “ শেরে-বাংলা শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড-২০১৭” অর্জন।

 

OUR DEPARTMENT

..........................

 

আমাদের অর্জন

২০২১ সালে বাংলাদেশ মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় “সরকারী বৃত্তিতে সমগ্র বাংলাদেশে ট্যালেন্টপুলে ১ম ও ২য় স্থান লাভ করেছে।” অত্র মাদরাসাটি সরকারীভাবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত হয়েছে  ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান  হিসেবে স্বীকৃতি অর্জন।  প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় প্রতি বছরই মাদরাসাটি মাদরাসা বোর্ড কর্তৃক প্রদত্ত পঞ্চম, ৮ম, দাখিল ও আলিম শ্রেণির একাধিক বৃত্তি লাভ করে আসছে। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অত্র মাদরাসার অধ্যক্ষ ‘স্বাধীনতা সংসদ এডুকেশন এ্যাওয়ার্ড-২০১৭’, ‘শেরে বাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০১৭’ এ ভুষিত হন।

2500

Graduates

200

Certified Teachers

4

Student Campuses

3000

Students

OUR EXPERIENCED STAFFS

 

WHAT PEOPLE SAYS